Last Updated: July 22, 2013 10:09

প্যারালিম্পিকসে বিশ্বরেকর্ডের অধিকারী জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝানঝারিয়া আরও একবার দেশকে নতুন গৌরব এনে দিলেন। ফ্রান্সের লিওনে চলা আইপিসি বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রবিবার স্বর্ণ পদক পেলেন এই প্যারা অ্যাথলিট।
রাজস্থানের এই জ্যাভলিন থ্রোয়ার ২০০৪ সামার প্যারালিম্পকসে নতুন বিশ্বরেকর্ড কায়েম করেন। ভারতের প্রথম প্যারালিম্পিয়ান হিসাবে ২০১২ তে দেবেন্দ্র পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে সোনা পাওয়ার পরেও এখনও কোনও সংবাদ মাধ্যম দেবেন্দ্রের খবর প্রকাশে উৎসাহ দেখাইনি।
First Published: Monday, July 22, 2013, 10:09