Last Updated: January 3, 2014 16:38
মনিপুরের গ্রাম থেকে উদ্ধার হল পুরনো একটি যুদ্ধ বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই বিমান ব্যবহৃত হয়েছিল বলে মনে করা হচ্ছে। মনিপুরের সোনাপাতি জেলার কোনা হিল থেকে এই ভগ্নপ্রায় বিমানটি উদ্ধার করা হয়েছে।
ধ্বংসপ্রায় বিমানের ইঞ্জিনের বেশ কিছু যন্ত্রাংশ পান স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। একালার একটি মন্দিরে যাওয়ার পথে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান ক্লাবের ছেলেরা। ইমফল প্রশাসন সূত্রে এই খবর মিলেছে। ডিসেম্বরের ৩০ তারিখ এই ঘটনা ঘটে। গতকাল ঘটনাস্থলে যায় একটি বিশেষজ্ঞ দল। বিমানের ধ্বংসাবশেষের ওজন ৩০০ কেজি, তাতে ১৪টি পিস্তলও রয়েছে বলে জানিয়েছে আধিকারিকরা।
First Published: Friday, January 3, 2014, 16:38