১০০ টাকা নিয়ে বচসার জেরে ছুরি দিয়ে যুবকের কব্জি কেটে ফেলল দুষ্কৃতী

১০০ টাকা নিয়ে বচসার জেরে ছুরি দিয়ে যুবকের কব্জি কেটে ফেলল দুষ্কৃতী

Tag:  wrist bangalore
১০০ টাকা নিয়ে বচসার জেরে ছুরি দিয়ে যুবকের কব্জি কেটে ফেলল দুষ্কৃতী ঝামেলা শুরু হয়েছিল ১০০ টাকা নিয়ে। তার জেরে ছুরি দিয়ে এক যুবকের কব্জি কেটে ফেলে দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সুনকারাকাতের হেরোহালির এক বেকারিতে।

ঘটনায় মূল অভিযুক্ত অভিষেক নিজের বাইকে চড়ে ১৯ বছরের চরণের কাছে টাকা ১০০ টাকা চায়। চরণ প্রতিবাদ করলে অভিষেক পকেট থেকে ছুরি বের করে চরণের বাঁ হাতের কব্জিতে কোপ মারে। গুরুতর জখম চরণকে হোসমত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা কোনওমতে হাত বাদ যাওয়ার থেকে বাঁচান তাকে। যদিও ১০০ টাকা নিয়ে বচসার জেরেই এক বড় ঘটনা মানতে নারাজ পুলিস। পুলিসের ধারণা ঘটনার কারণ আরও গভীর। অসুস্থ থাকার দরুণ এখনও চরণের বয়ান নেওয়া যায়নি।

পুলিস সূত্রে খবর, কয়েকমাস আগে একটি খুনের অভিযোগে গ্রেফতার হয় অভিষেক। কিন্তু সেই সময় নাবালক থাকায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিস।


First Published: Wednesday, April 2, 2014, 23:58


comments powered by Disqus