জেল থেকে বেরোলেন ইয়েদ্দুরাপ্পা, Yeddyurappa out of jail

জেল থেকে বেরোলেন ইয়েদ্দুরাপ্পা

জেল থেকে বেরোলেন ইয়েদ্দুরাপ্পাঠিক ২৪ দিন পর খোলা আকাশের তলায় এলেন বোকানাকেরে সিদ্ধালিঙ্গাপ্পা ইয়েদুরাপ্পা। বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে বেঙ্গালুরু সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শিকারিপুরার বিজেপি বিধায়ককে স্বাগত জানাতে জেলের বাইরে জড়ো হয়েছিলেন তাঁর অনেক সমর্থক।
মঙ্গলবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কর্ণাটক হাইকোর্ট। এর আগে জমি কেলেঙ্কারি মামলায় ৩ নভেম্বর পর্যন্ত ইয়েদ্দুরাপ্পার বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল লোকায়ুক্ত আদালত। গত ১৫ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

First Published: Wednesday, November 9, 2011, 16:35


comments powered by Disqus