Last Updated: January 1, 2013 18:45

মৃত্যু হলেও ছেলের মৃতদেহ তিন দিন সত্কার করতে পারলেন না এক আদিবাসী মহিলা। ডাইনি সন্দেহে ওই মহিলার ছেলের মৃতদেহ আটকে রাখে গ্রামবাসীদের একাংশ। পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মৌপাল গ্রামে।
কুসংস্কারের বশবর্তী হয়ে এক আদিবাসী যুবকের মৃতদেহ তিনদিন আটকে রাখলেন গ্রামবাসীরা। গত রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার মৌপাল গ্রামে মৃত্যু হয় খুদিরাম কিস্কুর। এরপরই গ্রামবাসীদের একাংশ অভিযোগ করে, মৃত যুবকের মা স্বর্ণময়ী কিস্কু ডাইনি। তারা দাবি করে, আগে ডাইনির বিচার করতে হবে। এই দাবিতেই তিন দিন আটকে রাখা হয় মৃতদেহ।
মঙ্গলবার শালবনি থানার পুলিস খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে সংস্কারের ব্যবস্থা করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিস পিকেট বসানো হয়েছে।
First Published: Tuesday, January 1, 2013, 18:45