অলিম্পিকে পঞ্চম পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন যোগেশ্বর

অলিম্পিকে পঞ্চম পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন যোগেশ্বর

অলিম্পিকে পঞ্চম পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন যোগেশ্বরঅলিম্পিকে ভারতকে পঞ্চম পদক এনে দিলেন কুস্তিগীর যোগেশ্বর দত। পুরুষদের ৬০ কেজি বিভাগে কোরিয়ার জং মিওংকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন যোগেশ্বর।

প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেও রেপেশাজে খেলার সুযোগ পান যোগেশ্বর। তারপর রেপেশাজের প্রথম রাউন্ডে পিউর্তো রিকোর কুস্তিগীর ফ্র্যাঙ্কলিন গোমেজকে তিন-শূন্য ফলে হারিয়ে রেপেশাজের দ্বিতীয় রাউন্ডে পৌঁছন।

এরপর দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডির লড়াইয়ে ইরানের ইস্মাইল মাসুদকে তিন-এক ফলে হারিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে নামেন যোগেশ্বর। সেখানে কোরিয়ার জং মিওং রিকে সাত-এক  ফলে হারিয়ে ব্রোঞ্জ জিতে ফেলেন যোগেশ্বর। 

First Published: Saturday, August 11, 2012, 23:41


comments powered by Disqus