Last Updated: October 4, 2013 20:45

পুজোয় হুল্লোড়ের টাকা জোগাড় করতে খুড়তুতো ভাইকে অপহরণ করল দাদা। কিন্তু শেষরক্ষা হল না। পুলিসের জালে ধরা পড়ে গেল দাদা রুদ্রনাথ কর্মকার ও তাঁর সাগরেদ পাপ্পু বিশ্বাস।
পয়লা অক্টোবর, বুদবুদের কোটা গ্রামের ক্লাস সিক্সের ছাত্র সায়ক কর্মকার ফিরছিল টিউশন থেকে। তখন বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে দুই দুষ্কৃতী। মুক্তিপণ বাবদ ১২ লক্ষ টাকা দাবি করে ফোন আসে সায়কের বাবা কৃষ্ণদয়াল কর্মকারের কাছে। পুলিসে খবর দেন তিনি।
মোবাইল ফোনের সূত্রে পুলিস দুষ্কৃতীদের অবস্থান চিহ্নিত করে ফেলে। বিভিন্ন এলাকায় পুলিসের তল্লাশিতে ভয় পেয়ে দুষ্কৃতীরা একটি বাসে চাপিয়ে সায়ক বাড়ি পাঠিয়ে দেয়। এরপরেই আটক করে রুদ্রনাথ কর্মকারকে। পুলিস জানিয়েছে, সায়কের খুড়তোতো দাদা রুদ্রনাথ, বোলপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় মোবাইল দোকানের মালিক পাপ্পু বিশ্বাসকে সঙ্গে নিয়ে সে অপহরণ করে সায়ককে।পরে তাকে পানাগড়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। ধৃত রুদ্রনাথ কর্মকার ও পাপ্পু বিশ্বাসের তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
First Published: Friday, October 4, 2013, 20:45