ব্যাঙ্কের এসএমএস অ্যালার্টে চার্জ নেওয়া শুরু

এসএমএস অ্যালার্টে কমছে ব্যাঙ্ক ব্যালেন্স

Tag:  SMS alerts bank
এসএমএস অ্যালার্টে কমছে ব্যাঙ্ক ব্যালেন্সএসএসএম-এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন কার্যকলাপ জানতে পারার জন্য এ বার থেকে আপনার গাঁটের কড়ি খসা শুরু হয়ে গেল। স্টেট ব্যাঙ্ক সহ পাঁচটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক এসএসএম-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য জানানোর জন্য টাকা চার্জ করছে। এসএমএস অ্যালার্টের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) প্রতি বছর গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ৬০ টাকা করে কেটে নিচ্ছে।

একই পরিষেবার জন্য কানাড়া ব্যাঙ্ক কাটছে ১০০ টাকারও বেশী। এইডিএফসি ব্যাঙ্কের দাবি তারা শুধু `স্পেশাল অ্যালার্ট`-এর জন্যেই টাকা কাটছে। এই স্পেশাল অ্যালার্টের মধ্যে থাকছে বাউন্স চেক, স্যালারি ক্রেডিট যাবতীয় তথ্যের কথা। আইডিবিআই ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক অবশ্য সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে এসএমএস অ্যালার্টে টাকা কাটছে না। এমনকি আইসিআইসিআই (ICICI), এইডিএফসি-ব্যাঙ্কও এসএসএম অ্যালার্টে টাকা কাটছে বলে খবর।





First Published: Tuesday, August 27, 2013, 15:58


comments powered by Disqus