যুবভারতীতে পরিবর্তনের জন্য মমতার দ্বারস্থ মদন

যুবভারতীতে পরিবর্তনের জন্য মমতার দ্বারস্থ মদন

যুবভারতীতে পরিবর্তনের জন্য মমতার দ্বারস্থ মদনযুবভারতী ক্রীড়াঙ্গনের ফিল্ডটার্ফ পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। শুক্রবারই যুবভারতীর টার্ফ পরিবর্তনের জন্য সওয়াল করেছিল কলকাতার দুই প্রধান। মোহনবাগান,ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে একমত ক্রীড়ামন্ত্রীও। শনিবার তিনি জানান, ফিল্ডটার্ফ পরিবর্তনের করতে মুখ্যমন্ত্রীর কাছে বাড়তি অর্থবরাদ্দের জন্য বলবেন তিনি। খুব তাড়াতাড়ি যুবভারতীর নৈশালোকে ম্যাচ দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই যুবভারতীর নৈশালোকের ট্রায়াল শুরু হয়ে গেছে।

এদিকে যুবভারতীতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা নিয়ে বিতর্ক চলছেই। ফুটবলের মাঠে ক্রিকেটের অনুষ্ঠান করা নিয়ে সোচ্চার হয়েছে কলকাতা ময়দান। সেই বিতর্কের পর কিছুটা হলেও অস্বস্তিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
 
যদিও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র যুবভারতীতে আইপিএলের মত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে বিতর্কের কিছু দেখছেন না।

First Published: Saturday, March 2, 2013, 20:58


comments powered by Disqus