Last Updated: April 6, 2013 17:30

আরও এক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন যুবরাজ সিং। আইপিএল সিক্সে সিক্সার হাঁকানোর আগেই পেজ থ্রি`র পাতায় ঝড় তুললেন যুবি। কিম শর্মার পর এ বার নেহা ধুপিয়ার সঙ্গে যুবির সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কদিন আগেই ল্যাকমে উইক পার্টিতে যুবির সঙ্গে নেহা ধুপিয়াকে একই গাড়িতে বাড়ি ফিরতে দেখা যায়। তারপর থেকেই পেজ থ্রির দূরবীনে ধরা পড়েন দুজনে।
অনেকেই বলছেন, নেহার সঙ্গে যুবি নাকি এখন দারুণ সময় কাটাচ্ছেন। তবে শুক্রবার পুণের ম্যাচে নেহাকে দেখা যায়নি। আইপিএল দেখতে বসে যুবির ম্যাচে টিভিতে নেহাকে দেখলে আপনিও জল্পনায় ঘি ঢালতে পারেন।
First Published: Saturday, April 6, 2013, 17:30