Last Updated: January 15, 2012 22:12

অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলে সুযোগ হয়নি যুবরাজ সিংয়ের। এরপর আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়লেন ভারতের এই বাঁহাতি অলরাউন্ডার। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমী সূত্রে জানা গেছে যুবরাজের ফুসফুসে অস্ত্রপ্রোচার করতে হতে পারে।
চিকিত্সকরা জানিয়েছেন যুবরাজের ফুসফুসের নন ম্যালিগনেন্ট টিউমারটিকে বাদ দিতে হবে অস্ত্রপ্রোচারের মাধ্যমে। শেষ পর্যন্ত অস্ত্রপ্রোচার করতে হলে যুবরাজের আইপিএলে খেলা অসম্ভব। তা স্বীকার করে নিয়েছে যুবরাজের আইপিএলের দল পুণে ওয়ারিয়ার্সও। সেক্ষেত্রে তারা যুবরাজের পরিবর্ত ক্রিকেটার চাইবে বলেও ইঙ্গিত দিয়েছে। বিসিসিআই কর্তা ও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররাও যুবরাজকে অহেতুক তাড়াহুড়ো করতে বারন করেছেন। তাঁরা যুবরাজকে পুরো সুস্থ হয়ে মাঠে ফেরার পরামর্শ দিয়েছেন। বিসিসিআই ও আইপিএল কমিটি যুবরাজের চেকআপের জন্য একটি মেডিক্যাল বোর্ড করতে চলেছে।
First Published: Sunday, January 15, 2012, 22:12