Last Updated: September 15, 2013 14:08

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, ওয়ানডেতে দেশের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের তালিকাতেও প্রথম দিকে আছেন। এরপরেও তাঁকে খেলতে হচ্ছে এ দলের হয়ে। সেই রাগই যেন ব্যাটে ফুটে উঠল যুবরাজের। বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করলেন যুবরাজ সিং। মাত্র ৮৯ বলে ১২৩ রানের দুরন্ত ইনিংস খেললেন ভারতীয় ক্রিকেটের `সিং ইজ কিং`। মারলেন ৭টা লম্বা লম্বা ওভার বাউন্ডারি, আর ৮টা বাউন্ডারি।
হাফ সেঞ্চুরি করে ফিরে আসার বার্তা দিলেন ইউসুফ পাঠান। মাত্র ৩২ বলে ৭০ রানের ইনিংস খেললেন ইউসুফ। ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেললেন মনদীপ সিংও। তবে ব্যর্থ হলেন উন্মুক্ত চাঁদ (১)। ভারতীয় এ দল নির্ধারিত ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১২ রানের ইনিংস গড়ল।
First Published: Sunday, September 15, 2013, 14:38