দলের বিদায়ে যুবরাজ ফের দুঃখের দুনিয়ায়

দলের বিদায়ে যুবরাজ ফের দুঃখের দুনিয়ায়

দলের বিদায়ে যুবরাজ ফের দুঃখের দুনিয়ায়টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারার দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না যুবরাজ সিং। তবে ভারত না জিতলেও তিনি জয়ী হয়েছেন বলেই মনে করছেন যুবি। ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর এটাই ছিল যুবরাজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
আর এই টুর্নামেন্টে তিনি দলের হয়ে খুব খারাপ পারফর্ম করেন নি। বিশেষ করে বল হাতে ভাল পারফর্ম করেছেন যুবি। ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন তিনি জাতীয় দলে ফেরার পর অনেকেই  ভেবেছিলেন প্রথম একাদশে নেওয়া হলে তিনি হতাশ করবেন। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করলেন যুবি।

First Published: Wednesday, October 3, 2012, 17:53


comments powered by Disqus