দলে ফিরছেন জাহির খান, Zaheer Khan comeback

দলে ফিরছেন জাহির খান

দলে ফিরছেন জাহির খানইংল্যন্ডে গিয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন জাহির খান। সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। অসি সফর তাঁর কাছে নিজেকে প্রমাণ করার একটি চ্যালেঞ্জ মনে করছেন জাহির। প্রথম প্রস্তুতি ম্যাচ না খেললেও নিজেকে ম্যাচ ফিট বলে দাবি করছেন জাহির।
 






First Published: Friday, December 16, 2011, 21:30


comments powered by Disqus