Last Updated: April 1, 2012 23:33

চলতি মাসের শেষে ভারত সফরে আসছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। তাঁর মুখপাত্র ফারহাতুল্লা বব্বর জানিয়েছেন যে প্রাথমিক ভাবে ব্যক্তিগত পরিসরে রাজস্থানের আজমীর শরীফ সফরে গেলেও, সফরকালে দু`দেশের কূটনৈতিক আলোচনার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দিনস্থির না হলেও চলতি মাসের শেষেই আসার কথা পাক প্রেসিডেন্টের। সফর কেবল মাত্র ব্যক্তিগতই থাকবে না কূটনৈতিক হবে তাও স্থির হয়নি এখনও।
গত বছর থেকেই সম্পর্ক কিঞ্চিত উন্নতির দিকে যাওয়ায় দু`দেশের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে উভয় দেশই সমান চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
First Published: Sunday, April 1, 2012, 23:33