Last Updated: June 21, 2014 11:02

চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে যোগ দেওয়ায় আসছে হুমকি ফোন। অভিযোগ লাভপুর কাণ্ডে নিহতদের মা জারিনা বিবির। বাড়ি ফিরলেই প্রাণে মারার হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। গতকাল চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে এসে একথাই জানিয়ে গেলেন জারিনা বিবির ছেলে সানোয়ার শেখ।
২০১০ সালের ৪ জুন। চোখের সামনে ছিল কর্মক্ষম তিন ছেলের ক্ষতবিক্ষত, নিথর দেহ। তবু ভেঙে পড়েননি জারিনা বিবি। আস্থা ছিল আইনের শাসনে। বৃহস্পতিবারই চব্বিশ ঘণ্টার আপনার রায়অনুষ্ঠানে যোগ দেন সন্তানহারা মা ওতার ছেলে সানোয়ারা শেখ। এরপরেই যোগ হয়েছে নতুন আতঙ্ক। আসছে প্রাণনাশের হুমকি ফোন।শুক্রবার চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে যোগ দিয়ে সেকথাই জানালেন জারিনা বিবি।
প্রাণভয়ে এখন ঘরছাড়া জারিনা বিবির পরিবার। আদৌ কী ঘরে ফিরতে পারবেন ওনারা? জারিনা বিবির ছেলে সানোয়ারা শেখ জানিয়েছেন চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে আসায় রাগ বেড়েছে দুষ্কৃতীদের। বাড়ি ফিরলেই রয়েছে প্রানে মারার হুমকি।
অপরাধের বিচার চাওয়াই কী তবে অপরাধ? এটাই বুঝতে পারছেন না জারিনা বিবির পরিবার। যাই হুমকি আসুক। বৃদ্ধা মা লড়াই থেকে পিছু হঠতে নারাজ। সুবিচারের দাবি নিয়ে শেষ পর্যন্ত্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জারিনা বিবি।
First Published: Saturday, June 21, 2014, 11:02