Last Updated: June 30, 2014 11:03

অবশেষে সিবিআই তদন্তে হাইকোর্টের দ্বারস্থ জারিনা বিবি। তিন ছেলেকে খুনের পরেও জারিনা সহ পরিবারের অন্যদের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম ভায় দেখাচ্ছেন বলে অভিযোগ। রাজ্য পুলিস কি শাসকদলের নেতার বিরুদ্ধে কি কোনও তদন্তই করবে না? দিনরাত আতঙ্কেই কাটবে জারিনা বিবির? দেখুন আপনার রায়, বিচার চাই জারিনার, সন্ধে সাড়ে সাতটায়।
First Published: Monday, June 30, 2014, 11:06