জি সিনে অ্যাওয়ার্ডস ২০১৪, ভোট দিয়ে বেছে নিন আপনার সেরা অভিনেতা

জি সিনে অ্যাওয়ার্ডস ২০১৪, ভোট দিয়ে বেছে নিন আপনার সেরা অভিনেতা

বিশ্বের সবথেকে বড় ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড জি সিনে অ্যাওয়ার্ডসের নমিনেশন প্রকাশ হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বইতে বসছে পুরস্কারের আসর। আপনার পছন্দের অভিনেতাকে বেছে নিতে ভোট দিন।

সেরা অভিনেতার নমিনেশন



১. আমির খান-ধুম থ্রি
২. আদিত্য রয় কপূর-আশিকি টু
৩. ফারহান আখতার-ভাগ মিলখা ভাগ
৪. রনবীর কপূর-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
৫. রনবীর সিং-গোলিওঁ কি রাসলীলা রাম লীলা
৬. শাহরুখ খান- চেন্নাই এক্সপ্রেস

আপনার পছন্দের অভিনেত্রীকে ভোট দিতে মিসড কল দিন-18001037788 নম্বরে। অপেক্ষা করুন ফোনের জন্য। অথবা লগ ইন করুন www.zeecineawards.com-এ।



First Published: Tuesday, January 28, 2014, 17:18


comments powered by Disqus