জি সিনে অ্যাওয়ার্ড ২০১৪, ভোট করুন আপনার পছন্দের ছবির জন্য

জি সিনে অ্যাওয়ার্ড ২০১৪, ভোট করুন আপনার পছন্দের ছবির জন্য

পনেরো বছরে পা দিল বিশ্বের সবথেকে বড় দর্শকদের পছন্দের অ্যাওয়ার্ড শো-জি সিনে অ্যাওয়ার্ড। ম্যাকাও, সিঙ্গাপুর, দুবাই, মরিশাস, লন্ডন ঘুরে ১৪তম জি সিনে অ্যাওয়ার্ড ২০১৪-র আসর এবার বসছে মুম্বইতেই। প্রকাশিত হল নমিনেশন। বেছে নিন আপনার পছন্দ। ভোট করুন আপনার চোখে সেরা ছবির জন্য। আপনার পছন্দের ছবিই জিতে নিতে পারে ফিল্ম অফ দ্য ইয়ার-এর মুকুট।

সেরা ছবির নমিনেশন-

আশিকি টু


ভাগ মিলখা ভাগ


চেন্নাই এক্সপ্রেস


ধুম থ্রি


গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা


ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি


আগামী ৮ ফেব্রুয়ারি বসছে জি সিনে অ্যাওয়ার্ডের আসর।

First Published: Friday, January 24, 2014, 14:34


comments powered by Disqus