Last Updated: January 26, 2014 15:47
জি সিনে অ্যাওয়ার্ড ২০১৪। আগামী ৮ ফেব্রুয়ারি বসছে ১৪তম জি সিনে অ্যাওয়ার্ডের আসর। এর মধ্যেই প্রকাশিত হয়েছে নমিনেশন। শুর হয়ে গেছে ভোটগ্রহণও। রইল সেরা গানের নমিনেশন তালিকা। বেছে নিন আপনার পছন্দ।
সং অফ দ্য ইয়ার ২০১৩ নমিনেশন তালিকা-
ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ডান্স ফ্লোর
ছবি-চেন্নাই এক্সপ্রেস
কণ্ঠ-বিশাল ধদলানি, হমসিকা আইয়ার
কথা-অমিতাভ ভট্টাচার্য
সুর-বিশাল-শেখর
বলম পিচকারি
ছবি-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
কণ্ঠ-শাল্মলী খোলগাড়ে, বিশাল ধদলানি
কথা-অমিতাভ ভট্টাচার্য
সুর-প্রীতম
বদতমিজ দিল
ছবি-ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
কণ্ঠ-বেনি দয়াল, শেফালি আলফারেজ
কথা-অমিতাভ ভট্টাচার্য
সুর-প্রীতম
জিনে লগা হুঁ
ছবি-রামাইয়া ভস্তাভাইয়া
গায়ক-আতিফ আসলাম
কথা-ময়ূর পুরী
সুর-সচিন-জিগর
লুঙ্গি ডান্স
ছবি-চেন্নাই এক্সপ্রেস
গায়ক-এস. পি বালাসুহ্মমনিয়ম
কথা-হানি সিং
সুর-বিশাল-শেখর
তুম হি হো
ছবি-আশিকি টু
গায়ক-অরিজিত্ সিং
কথা-মিঠুন
সুর-মিঠুন, জিত্ গাঙ্গুলি, অঙ্কিত তিওয়ারি
First Published: Sunday, January 26, 2014, 15:47