জওয়ানদের সম্মান জানালো জি নিউজ, Zee News awards Jawan

জওয়ানদের সম্মান জানালো জি নিউজ

জওয়ানদের সম্মান জানালো জি নিউজবিভিন্ন ঘটনায় প্রাণ হারানো জওয়ানদের প্রতি সম্মান জানালো জি নিউজ। এঁরা কেউ প্রাণ দিয়েছেন সংসদ হামলায়। কেউ প্রাণ দিয়েছেন মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে। কেউ আবার সততাকে মূলধন করে দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়ে গিয়েছেন। কীর্তির বিচারে তাঁরা সকলেই কোনও না কোনও দিক থেকে আমাদের কাছে হিরো। অথচ তাঁদের অনেকেই রয়ে গিয়েছেন খ্যাতির অন্তরালে। বিস্মৃতির অতলে থাকা সেই সব হিরোদের শৌর্য ও সততাকে অনন্য সম্মানে কুর্নিশ জানাল জি নিউজ।





First Published: Wednesday, December 14, 2011, 09:50


comments powered by Disqus