Last Updated: October 3, 2011 17:31

ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোত্সব। শহরজুড়ে এখন প্রতিযোগিতা প্রতিমা, প্যান্ডেল, আর আলোর। পিছিয়ে নেই জেলার পুজোও। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেও রয়েছে নজরকাড়া প্রতিমা বা প্যান্ডেল সজ্জা। আলোর জৌলুসেও পিছিয়ে নেই এই সব মণ্ডপ। চব্বিশ ঘণ্টার শারদ অনন্য, SRMB জেলার সেরা পুজো 2011।
First Published: Monday, October 3, 2011, 17:31