Last Updated: February 22, 2013 14:11

মুক্তি পেল জিলা গাজিয়াবাদ। আনন্দ কুমারের পরিচালনায় ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, বিবেক ওবেরয়, মিনিশা লাম্বা, রবি কিশেন, পরেশ রাওয়াল, সুনীল গ্রোভার ও নবাগতা চার্মি কউর। প্রথম ছবি নিয়ে উচ্ছ্বসিত চার্মি মুক্তির আগে টুইট করেন, "বহুদিন ধরে বলিউডে আত্মপ্রকাশের জন্য আমি মুখিয়ে ছিলাম। আমার পরিবার ও বন্ধুরদের ভালবাসা আমার সঙ্গে রয়েছে।"
আপাতত এম এস রাজুর ত্রৈভাষিক ছবি রাম-এ শুটিং নিয়ে ব্যস্ত চার্মি। ছবির প্রযোজক, অভিনেতা সকলেকেই টুইট করে ধন্যবাদ জানিয়েছেন চার্মি। "কাল অনেক রাত পর্যন্ত জিলা গাজিয়াবাদের প্রিমিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম। এরকম একটা দারুন ছবির অংশ হতে পেরে আমি সত্যিই অভিভূত। প্রযোজকদের অনেক ধন্যবাদ আমাকে এই ছবিতে নেওয়ার জন্য।"
ট্রেলর দেখতে ক্লিক করুন
First Published: Friday, February 22, 2013, 14:57