আর ৯ দিন পরই পোলিমুক্ত হবে দেশ, ঘোষনা স্বাস্থ্যমন্ত্রীর

আর ৯ দিন পরই পোলিমুক্ত হবে দেশ, ঘোষনা স্বাস্থ্যমন্ত্রীর

আর ৯ দিন পরই পোলিমুক্ত হবে দেশ, ঘোষনা স্বাস্থ্যমন্ত্রীর আর মাত্র ৯ দিন। তারপরই সরকারি ভাবে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষিত হবে ভারত। শনিবার আমেদাবাদে প্রবাসী ভারতীয় চিকিত্সকদের সভায় এ কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ।

আজাদ বলেন, "যখন ২০০৯ সালে আমি স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পাই তখন বিশ্বের ৫০ শতাংশ পোলিও আক্রান্ত রোগী শুধু ভারতেই ছিল। এখন আর ৯ দিন পরই আমদের দেশ এমন একটা জায়গায় পৌঁছব যেখানে গত ৯ বছরে কেউ পোলিওয় আক্রান্ত হয়নি। এই রিপোর্টের ভিত্তিতেই ওয়ার্ল্ড হেলথ অর্গানেশন ভারতকে পোলিও মুক্ত শংসাপত্র দেবে। ২০১১ সালে পশ্চিমবঙ্গে শেষ পোলিও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের দেশের কাছে অন্যতম বড় সাফল্য এটা। আমার তিন দশকের রাজনৈতিক কেরিয়ারে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা।"

এক কোটি ৭০ লক্ষ শিশুকে পোলিও খাওয়ানোর জন্য সারা দেশে এক লক্ষ ৫০ হাজার স্বাস্থ্যকর্মী ও ২০ লক্ষ ৩০ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছিল। আগামী ২০ জানুয়ারি বেঙ্গালুরুতে আর্বান হেলথ মিশন নিয়ে আসার কথাও ঘোষনা করেন নবি আজাদ।


First Published: Monday, January 6, 2014, 19:46


comments powered by Disqus