Last Updated: October 26, 2013 15:28

ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় আর এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। স্তন ক্যান্সারের প্রারম্ভিক সূচনা চিহ্নিত করে এমন এক ক্যান্সার রিস্ক জিন খুঁজে পেলেন তাঁরা।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন আরআইএনটি ওয়ান নামের ওই জিনের বিরল মিউটেশন স্তন সহ আরও বিভিন্ন অংশের ক্যান্সারকে ত্বরান্বিত করে।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের অধ্যাপক মেলিসা সৌথে জানিয়েছেন ``এই আবিষ্কারের ফলে মহিলারা তাদের স্তন ক্যান্সারের জেনেটিক কারণ এবং পরিবারের কার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সে সম্পর্কে কিছুটা আভাস পেতে পারবেন। যদিও এখনও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মাত্র ৩৫% কারণ জানতে পারা গেছে।`` আরআইএনটি ওয়ান জিনের মিউটেশন স্তন ক্যান্সারকে ত্বরান্বিত করলেও এই মিউটেশন একটি বিরল ঘটনা বলেও তিনি জানিয়েছেন।
First Published: Saturday, October 26, 2013, 15:28