Last Updated: July 14, 2014 23:56

মনিরুল ইসলামের হুমকি বক্তৃতা শুনলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এই ঘটনায় চার্জশিট দাখিল করতে রাজ্যের চার বছর লাগল কেন সে প্রশ্ন তোলেন বিচারপতি। পাশাপাশি তার প্রশ্ন, তিন নাগরিক মারা গেলে রাজ্য সরকারের কি উচিত নয় নিরপেক্ষ তদন্ত করে দোষীকে খুঁজে বের করা? আগামিকাল মামলার শুনানি।
অবশ্য মামলার চার্জশিটে মণিরুলের নাম রাখেনি পুলিস। নিহতদের মা আবেদনে একটি পুলিস রিপোর্টের কথা উল্লেখ করেছেন, যেখানে ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে লাভপুরের বিধায়ককে। সোমবার তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।
মনিরুল ইসলামের বক্তৃতাটির শুনেছেন? বিচারপতির প্রশ্নের জবাবে আইও বলেন, তিনি এরকম বক্তৃতা শোনেনি। এর পরে বিকেলে ভিডিওটি দেখার সময় চেম্বারে আইওকেও ডেকে পাঠান বিচারপতি। চার্জশিট দাখিল করতে চার বছর লাগল কেন, সোমবার সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। একইসঙ্গে তাঁর প্রশ্ন, রাজ্যের তিন নাগরিক মারা গেলে রাজ্য সরকারের কি উচিত নয়, নিরপেক্ষ তদন্ত করে দোষীকে খুঁজে বের করা।
First Published: Monday, July 14, 2014, 23:56