নাটকীয় কায়দায় দেড় কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার কোণা এক্সপ্রেসওয়েতে

নাটকীয় কায়দায় দেড় কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার কোণা এক্সপ্রেসওয়েতে

নাটকীয় কায়দায় দেড় কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার কোণা এক্সপ্রেসওয়েতেদেড় কোটি টাকার লাল চন্দন কাঠ বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। চেন্নাই থেকে কন্টেনার বোঝাই এই কাঠ কলকাতার এক ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে পাচার হচ্ছিল। শুল্ক দফতরকে ফাঁকি দিতে অঙ্কুশ শতপাল নামে মধ্য কলকাতার এক ব্যবসায়ী লরি চুরির অভিযোগ দায়ের করেন পুলিসে।

কোণা এক্সপ্রেসওয়ে থেকে চালক খালাসি-সহ লরিটি ধরা পড়ে। কিন্তু ঘুণাক্ষরেও পুলিস জানত না লরিতে রয়েছে চন্দন কাঠ। শুল্ক দফতর গোপন সূত্রে খবর পেয়ে লরিতে তল্লাশি চালায়। উদ্ধার হয় পনের টন চন্দনকাঠ। গ্রেফতার হয়েছে মোট চারজন। দেড় কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনায় হতবাক সবাই।

First Published: Tuesday, July 15, 2014, 23:20


comments powered by Disqus