Last Updated: July 15, 2014 15:30

লাভপুর কাণ্ডের সিবিআই তদন্তে কেন সরকার রাজি নয় তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিল হাইকোর্ট। আগামি পয়লা অগাস্ট রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শুনানির শুরুতে এদিন মামলার তদন্তকারি অফিসারকেও জিজ্ঞসাবাদ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
বিচারপতি সরকারি আইনজীবীকে বলেন ভিডিও ফুটেজের বক্তব্য তিনি সমর্থন করেন কিনা। বিচারপতি মন্তব্য করেন বক্তব্যে বেশকিছু আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। তারপরেই সরকারি আইনজীবী বিচারপতিকে এর উত্তর তিনি ব্যক্তিগতভাবেই দিতে চান। সংবাদ মাধ্যমের সামনে নয়। এরপর রুদ্ধদার শুনানির নির্দেশ দেন বিচারপতি। সাতই অগাস্ট মামলার পরবর্তী শুনানি।
গতকাল শুনানির সময় তাকে মণিরুল ইসলামের সাঁইথিয়ার বিতর্কিত বক্তব্যের বিষয়টি জিজ্ঞসা করেন বিচারপতি। তদন্তকারি অফিসার সে সময় জানান এই বক্তব্য তিনি শোনেন নি। পরবর্তী সময় বিচারপতি নিজের চেম্বারে মণিরুল ইসলামের বক্তব্যের সিডি দেখেন সেসময় আইওকে ডেকে পাঠান।
First Published: Tuesday, July 15, 2014, 15:30