শিক্ষামন্ত্রীর ঘেরাও না করার আবেদনের পরই সদলবলে বিক্ষোভে শঙ্কুদেব

শিক্ষামন্ত্রীর ঘেরাও না করার আবেদনের পরই সদলবলে বিক্ষোভে শঙ্কুদেব

শিক্ষাপ্রতিষ্ঠানে ঘেরাও না করার জন্য বুধবার ফের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর আবেদনের কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডার বক্তব্য, ট্রেড ইউনিয়ন করলে কারখানায় যেতেন। টিএমসিপি নেতা হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়েই আসবেন।

গত কয়েকমাসে কখনও অধ্যাপকদের মিটিং ভেস্তে দেওয়ার চেষ্টা, কখনও অধ্যাপকদের উদ্দেশ্য কটুক্তি করার অভিযোগে বারেবারেই সরব হয়েছে অধ্যাপক সংগঠন কুটা। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসে অধ্যাপক রোশনারা মিশ্রর হেনস্থার অভিযোগে কুটা ফের সরব হয়। বুধবার নিজেদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং চলাকালীন দ্বারভাঙা বিল্ডিং-এর সামনে অবস্থানে বসেন রোশনারা মিশ্র সহ কুটার অন্যান্য অধ্যাপকর। দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু সেই শান্তিপুর্ণ অবস্থানের মাঝপথেই হঠাত্ বিশ্ববিদ্যালয় চত্বরে সদলবলে হাজির তৃণমূল ছাত্রপরিষদ নেতা শঙ্কুদেব পন্ডা।

শুধু শ্লোগান নয় শঙ্কুদেব পন্ডা নিজের দল নিয়ে দোতলায় উঠে এক্কেবারে সিন্ডিকেট রুমের বাইরে বসে পড়েন। ভিতরে তখন চলছে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির মিটিং।

বিরাটি কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজ সর্বত্রই তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সমর্থকরা এর আগে ঘেরাওয়ার পথে হেটে বারেবারে নষ্ট করেছেন পঠন পাঠনের পরিবেশ। আর এবার সেই ছাত্র সংগঠনেরই সভাপতিই শিক্ষামন্ত্রীর আবেদন সত্বেও যে নজির সৃষ্টি করলেন তা আগামী দিনে শিক্ষাঙ্গনকে কতটা শান্ত রাখবে তা নিয়ে প্রশ্ন থেকে গেল।

First Published: Wednesday, July 9, 2014, 23:11


comments powered by Disqus