Last Updated: July 13, 2014 20:32

সিন্ডিকেটকে ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শনিবার ভোররাতে এক তৃণমূল কর্মীকেই বেধড়ক মারধর করল বিরোধী গোষ্ঠীর সমর্থকরা। বিরোধের কারণ, নির্মাণ সামগ্রী সরবরাহ।
শনিবার ভোররাতে অসীম ঘোষ নামে এক তৃণমূল সমর্থকের বালির গাড়ি আটকে মোটা অঙ্কের টাকা দাবি করে একদল দুষ্কৃতী। অসীম ঘোষ টাকা দিতে অস্বীকার করলে বন্দুকের বাট এবং চপার দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
অসীমের দাবি, ভিকি এলাকার কুখ্যাত সমাজবিরোধী। এবার দেখে নেওয়া যাক অসীম ঘোষের আসল পরিচয়।
২০১২ সালের এপ্রিল মাসে হাজরা মোড়ে আক্রান্ত হন মানবাধিকার কর্মীরা। অভিযোগ এক মন্ত্রী ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই এই হামলা চালায়। তার নেতৃত্বে ছিল এই অসীম ঘোষ।- (ফাইল চিত্র)
First Published: Sunday, July 13, 2014, 20:33