ভারতীয় বিজ্ঞানীর নামে নতুন সরীসৃপের নাম দিল বিশ্ব

ভারতীয় বিজ্ঞানীর নামে নতুন সরীসৃপের নাম দিল বিশ্ব

ভারতীয় বিজ্ঞানীর নামে নতুন সরীসৃপের নাম দিল বিশ্ব পশ্চিমঘাট পর্বতমালায় তিনিই প্রথম খুঁজে পেয়েছিলেন তাকে। তাই তাঁর নামানুসারেই নামকরণ হল ছোট্ট সরীসৃপের। বম্বে ন্যাচরাল হিসট্রি সোসাইটির বিজ্ঞানী বরদ বি গিরির নামে নেমেসিসি প্রজাতির এই সরীসৃপের নাম এখন নেমেসিস গিরি।

ভ্যালি অফ ফ্লাওয়ারসের কাস মালভূমিতে প্রথম দেখা যায় এই ডোয়ার্ফ গেকো। ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রথম দেখা গিয়েছিল এই গেকো। তারপর থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন ব্যাঙ্গালোর ন্যাশনাল সেন্টার ফর বায়লজিকাল সায়েন্সেস অ্যান্ড সেন্টার ফর ইকোলজিকাল সায়েন্সেসের সৌনক পাল, রাজেশ সনপ, জিশান মিশ্র ও হরশন ভোসলে। তাঁদের গাইড করেছিলেন বরদ গিরি। তাই এই আবিষ্কার তাঁকেই উত্‍সর্গ করেছেন ছাত্রেরা।

এর আগে ২০১২ সালে পশ্চিম ঘাট পর্বতেই নতুন প্রজাতির সাপের সন্ধান পান গিরি। সেবারও সাপের নাম রাখা হয়েছিল তাঁর নামানুসারেই। ডেনড্রালাথিস গিরি।

First Published: Wednesday, June 18, 2014, 22:15


comments powered by Disqus