কম্পিউটারের `ইঁদুর` প্রীতিতে ইতি টানতে এসে গেল 3DTouch

কম্পিউটারের `ইঁদুর` প্রীতিতে ইতি টানতে এসে গেল 3DTouch

কম্পিউটারের `ইঁদুর` প্রীতিতে ইতি টানতে এসে গেল 3DTouch কম্পিউটারের সঙ্গে ইঁদুরের গাঁটছড়া এবার কি ছিন্ন হতে চলেছে? নয়া প্রযুক্তি অন্তত তারই ইঙ্গিত দিচ্ছে। `থিম্বল`-বা আঙুলটুপির মত ছোট্ট এক যন্ত্র কম্পিউটারের চিরপরিচিত সঙ্গী মাউস-কে প্রতিযোগীতায় ফেলতে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। 3DTouch নামের এই যন্ত্র আঙুলের টুপির মত। আঙুলের মাথায় থাকা এই ছোট্ট যন্ত্র মাউসের পরিবর্তে কম্পিউটারে সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে।

সেই ১৯৬০ সাল থেকে কম্পিউটারের সঙ্গে মাউসের সম্পর্ক। তবে মাউসের কাজ শুধুমাত্র দ্বিমাত্রিক মুভমেন্টেই সীমাবদ্ধ। কিন্তু এই 3DTouch ত্রিমাত্রিক প্রক্রিয়ায় কম্পিউটারের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারে।

এই 3DTouch-এর সঙ্গে একটি 3D অ্যাকসেলোমিটার, একটি 3D ম্যাগনেটোমিটার ও একটি গায়রোস্কোপ যুক্ত।

এই যন্ত্রটি অপটিকাল ফ্লোকে অনুধাবন করে দ্বিমাত্রিক সারফেসে সাধারণ মাউসের মতই কাজ করতে সক্ষম। বর্তমান 3DTouch -এর সঙ্গে কিছু তার যুক্ত করা আছে। গবেষকরা জানিয়েছেন দ্রুতই তার হীন 3DTouch বাজারে আসতে চলেছে।

First Published: Friday, July 11, 2014, 11:27


comments powered by Disqus