বিপর্যয় নিয়ে চাঞ্চল্যকর চিঠি কারাটের

ভোট বিপর্যয় নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি কারাটের

ভোট বিপর্যয় নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি কারাটেরলোকসভা নির্বাচনে সিপিআইএমের পরাজয় নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন প্রকাশ কারাট। সিপিআইএম মুখপত্রে নিজের প্রবন্ধে কারাট মেনে নিয়েছেন জাতীয় রাজনীতিকে দলকে প্রাসঙ্গিক করতে হবে অবিলম্বে কিছু পরিবর্তন আনা জরুরি। দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা লিখেছেন কারাট।

পাশাপাশি ভোট বিপর্যয়ের জন্য যে দলের শীর্ষ নেতৃত্বই দায়ী, সেকথা অকপটে স্বীকার করে নিয়েছেন কারাট। কারাটের মতে পশ্চিমবঙ্গে দল যে শোচনীয় ব্যর্থতার মুখোমুখি হয়েছে তার জন্য শুধুই রিগিংকে দায়ী করা উচিত হবে না। দলের রাজনৈতিক ও কৌশলগত অবস্থানেও যে ত্রুটি ছিল তাও স্বীকার করে নিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক।

First Published: Saturday, July 5, 2014, 20:47


comments powered by Disqus