Last Updated: July 9, 2014 16:47

এখনও কাটল না জট। এমবিবিএসের হারানো আসন ফিরে পাওয়া নিয়ে তদ্বির করতে সোমবার দিল্লি যান রাজ্যের আটটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা। মোট ৬৪৫টি আসন ফিরে পেতে মঙ্গলবার তাঁদের বৈঠক হওয়ার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রক অধিকর্তাদের সঙ্গে। বৈঠক হলেও আটজন অধ্যক্ষ নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব সঞ্জয় শ্রীবাস্তব কথা বলেন শুধু এসএসকে এম-এর অধ্যক্ষ প্রদীপ মিত্রের সঙ্গে। বাকি সাতজন অধ্যক্ষকে ঘরের বাইরে বসিয়ে রাখেন তিনি।
পরে তাঁদের থেকে মুচলেখা নেন যুগ্মসচিব। মুচলেখায় তাঁরা জানিয়েছেন, তিন মাসের মধ্যে পরিকাঠামো শুধরে নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষের মুচলেখা পাঠিয়ে দেওয়া হবে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায়। ফলে বৈঠক হলেও হারানো আসন ফেরার ব্যাপারে এখনও মিলল না কোনও আশ্বাস।
First Published: Wednesday, July 9, 2014, 16:47