Last Updated: July 5, 2014 14:59

সব প্রতিক্ষার অবসান। আজ কোচিতে ফিরলেন ইরাকে জঙ্গি কবল থেকে মুক্ত ৪৬ জন নার্স। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে তাঁরা কোচিতে পৌছেছেন। এই ৪৬ জন নার্স ছাড়াও দেশে ফিরিয়ে আনা হয়েছে ইরাকে থাকা আরও ১৩৭ জনকে। তিরকিটে আটকে রাখা হয়েছিল এই নার্সদের। পরে বৃহস্পতিবার তাদের নিয়ে যাওয়া হয় মসুলে। জঙ্গি কবল থেকে নার্সদের মুক্ত করা মোদী সরকারের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
ওই নার্সদের ভারতে ফিরিয়ে আনতে শুক্রবার ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লি থেকে বিশেষ বিমানে এরবিল উড়ে গেছেন কেন্দ্রীয় ও কেরল সরকারের দুই প্রতিনিধি। জঙ্গিকবল থেকে মুক্ত নার্সদেরও কাল নিয়ে যাওয়া হয় এরবিল বিমানবন্দরে।
First Published: Saturday, July 5, 2014, 15:11