Last Updated: July 10, 2014 16:02
সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ঘোষণা করলেন বিভিন্ন খাতে বরাদ্দের। নতুন বাজেটে কোন খাতে কত বরাদ্দ, তার এক ঝলক নিচের তালিকায়
কোন খাতে কী বরাদ্দ |
- ইয়ং লিডার প্রোগ্রামের জন্য ১০০ কোটি টাকা
- ৮ হাজার কোটি টাকা মহিলা এবং ১৯ হাজার কোটি টাকা শিশু উন্নয়ন খাতে বরাদ্দ।
- গঙ্গা নদীর জন্য এনআরআই ফান্ড গড়ার প্রস্তাব।
- প্রতিরক্ষা সেক্টরে ২.২৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ।
- ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশান স্কিমে ১০০০ কোটি টাকা।
- মণিপুরে স্পোর্টস ইউনিভার্সিটির জন্য ১০০০ কোটি।
- দিল্লিকে আন্তর্জাতিক মানের শহরে পরিণত করতে বিদ্যুতে ২০০ কোটি এবং পানীয় জলে ৫০০ কোটি টাকা বরাদ্দ।
- প্রত্যন্ত অঞ্চলে রেল যোগাযোগ বাড়ানোর জন্য ১০০০ কোটি টাকা।
- ন্যাশনাল সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ তৈরি হবে উত্তরাখণ্ডে। বরাদ্দ ১০০ কোটি।
- কাশ্মীর থেকে যাঁরা উচ্ছেদ হয়েছেন, তাঁদের পুনর্বাসনে ৫০০ কোটি টাকার ফান্ড।
- ইয়ং লিডার্স প্রোগ্রামে ১০০ কোটি টাকা।
- নমামি গঙ্গে: ইন্টিগ্রেটেড গঙ্গা কনসার্ভেশান মিশনে ২০৩৭ কোটি টাকা। গঙ্গার জল শোধনের জন্য।
- নদীর সংযুক্তিকরণের জন্য রিপোর্ট তৈরির ক্ষেত্রে বরাদ্দ ১০০ কোটি।
- প্রত্নতাত্ত্বিক কাজ বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ১০০ কোটি টাকা।
- ৫টি পর্যটন কেন্দ্র তৈরির জন্য ১০০ কোটি টাকা। তীর্থস্থলের ব্যবস্থার জন্য ১০০ কোটি টাকা। মথুরা, অমৃতসর, গয়া, আজমের ঐতিহ্য রক্ষার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
- মাওবাদী প্রভাবিত এলাকায় পুলিশ ব্যবস্থা উন্নত করতে ২৫০০ কোটি টাকা।
- রাজ্য পুলিশ ব্যবস্থা উন্নত করতে ৩০০০ কোটি টাকা।
- প্রতিরক্ষা বিষয়ে গবেষণার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
- শহিদদের স্মৃতিতে সৌধ এবং প্রতিরক্ষা মিউজিাম তৈরির জন্য ১০০ কোটি টাকা।
- নতুন থার্মাল টেকনলজির জন্য ১০০ কোটি।
- স্টার্টার এবং ভেঞ্চার ক্যাপিটালের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ।
- ন্যাশনাল রুরাল ইন্টারনেট এবং টেকনলজি মিশনের প্রস্তাব। ৫০০ কোটি টাকা বরাদ্দ।
- গঙ্গায় জল মার্গ উন্নয়ন প্রকল্প। এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত ১৬২০ কিমির এই প্রকল্পের জন্য ৪২০০ কোটি টাকা বরাদ্দ।
- ১৬টি নতুন বন্দর তৈরির জন্য বরাদ্দ ১১ হাজার কোটি টাকা।
- রায় বরেলি, লখনৌ, সুরাট, ভাগলপুরে আরও ৬টি টেক্সটাইল ক্লাস্টার। বরাদ্দ ২০০ কোটি।
- সৌর বিদ্যুতের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা।
- ড়ক পরিবহণ ক্ষেত্রে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ। ৩ হাজার কোটি টাকা শুধু উত্তর-পূর্বাঞ্চলের সড়ক পরিবহণের জন্য। জাতীয় সড়ক বাড়ানো হবে। এশইজেড-এ পাশে এক্সপ্রেসওয়ে তৈরির জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা।
- ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডরে বরাদ্দ ১০০ কোটি।
- পশমিনা প্রোডাকশান প্রোগ্রামের জন্য ৫০ কোটি।
- পিপিপি মডেলে হস্তকলা অ্যাকাডেমি তৈরি করা হবে। বরাদ্দ ৩০ কোটি।
- সয়েল হেলথ কার্ডের জন্য প্রকল্প চালু করবে সরকার। বরাদ্দ ১০০ কোটি। দেশে সয়েল টেস্টিং ল্যাবের জন্য ৫৬ কোটি টাকা বরাদ্দ।
- নাবার্ডের মাধ্যমে ৫ লক্ষ ভূমিহীন চাষিদের অর্থ দেবে।
- এগ্রি-ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের জন্য ১০০ কোটি টাকা পৃথক ভাবে বরাদ্দ করার প্রস্তাব।
- ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক যোজনার জন্য ৮ হাদজার কোটি টাকা বরাদ্দ।
- চাষীদের জন্য ৪ হাজার কোটি টাকার ঋণ।
- মূল্যবৃদ্ধি ঠেকাতে ৫০০ কোটির তহবিল।
- সর্বশিক্ষা অভিযানে ২৮ হাজার ৬৩৫ কোটি টাকা বরাদ্দ। পণ্ডিত মদন মোহন মালবিয় টিচার্স প্রোগ্রাম শুরু হবে।
- কৃষিক্ষেত্রে দূরদর্শন পরিষেবার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।
- স্বল্প মেয়াদি কৃষি ঋণের জন্য নাবার্ডের হাতে আরও ৫ হাজার কোটি টাকা দেওয়া হবে।
- আবাসনে বরাদ্দ ৫০ হাজার কোটি। ২০২২ সালের মধ্যে রূপায়িত হবে। শহরাঞ্চলের জন্য এই বাড়ি।
- 11:49 AMডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা। গ্রামে ব্রডব্যান্ড কানেক্টিভিটি সুনিশ্চিত করতে এই প্রোগ্রাম।
- মাদ্রাসা শিক্ষা আধুনিকীকরণের জন্য ১০০ কোটি টাকা।
- জম্মু-কাশ্মীর, গোয়া, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কেরলে ৫টি আইআইটি এবং ৫টি আইআইএম হবে। বরাদ্দ ৫০০ কোটি।
- ৪টি এইমস গড়ার আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশে, বিদর্ভ, পূর্বাঞ্চলে এইমস গড়া হবে। বরাদ্দ ৫০০ কোটি।
- 'বেটি পড়াও, বেটি বাড়াও' প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বণ্টনের প্রস্তাব।
- চাষীদের জন্য সেচের ব্যবস্থা বাড়াতে ১০০০ কোটি টাকা বরাদ্দ।
- নতুন শহর গড়তে বরাদ্দ ৭০৬০ কোটি টাকা
|
First Published: Thursday, July 10, 2014, 16:03