নিরাপত্তা বাড়াতে রেলে নিয়োগ হবে ১৭ হাজার আরপিএফ

নিরাপত্তা বাড়াতে রেলে নিয়োগ হবে ১৭ হাজার আরপিএফ

এক নজরে দেখে নেওয়া যাক রেলে নিরাপত্তা বাড়াতে কী কী ঘোষণা করা হল---

**১৭ হাজার আরপিএফ নিয়োগ

**রেল লাইনের ত্রুটি ধরার জন্য এক্সরে গাড়ি

**অসামাজিক কাজ রুখতে স্টেশনে স্টেশনে সিসিটিভি

**মহিলা যাত্রীদের নিরাপত্তায় ৪ হাজার মহিলা কনস্টেবল নিয়োগ

**মহিলা কামরায় থাকবে মহিলা কনস্টেবল



**প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রগুলির সহযোগিতায় রেলের নিজস্ব প্রযুক্তি প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়

**রেল কর্মীদের জন্য বিশেষ প্রকল্প

**৫০ স্টেশনে পরিচ্ছন্নতার দায়িত্ব পেশাদার সংস্থাকে

এদিকে, এফডিআইয়ের প্রস্তাব এই প্রথম হলেও রেলের আর্থিক স্বাস্থ্য ফেরাতে এর আগের একাধিক বাজেটে পিপিপি মডেলের কথা বলা হয়েছিল। কিন্তু জনপ্রিয় হয়নি পিপিপি মডেল। এ কথা জেনেও, ফের পিপিপি মডেলের কথা ফের জনপ্রিয় করার কথা বলেছেন সদানন্দ গৌড়া।

হাজারো জনমুখী প্রকল্প ঘোষণা করে মন জয়ের চেষ্টা নয়। রেলমন্ত্রী জোর দিয়েছেন আগে ঘোষিত ৩৫৯টি প্রকল্প শেষ করার উপরে। তারমধ্যে তিরিশ প্রকল্পকে বেছে নেওয়া হয়েছে।

রেলকে ব্যবসা হিসেবেই দেখছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। রেল বাজেটে স্পষ্টভাবেই জানিয়েছেন সেকথা। রেলকে ঠেকা দিয়ে চালানোর পরিকল্পনা যে মোদী সরকারের নেই তা জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী।

First Published: Tuesday, July 8, 2014, 16:52


comments powered by Disqus