Last Updated: July 10, 2014 22:12

ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে শেষ উইকেটের জুটি বড় রানের দিকে নিয়ে গেল ভারতকে। অ্যান্ডারসন, ব্রডের বিরুদ্ধে দুরন্ত ব্যাট করলেন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ সামি। দশ নম্বর উইকেটে একশো রান যোগ করলেন এই দুই টেলএন্ডার। অর্ধশতরান করছেন ভারতের এই দুই ফাস্ট বোলারই। ৫৮ রান করেন ভুবনেশ্বর কুমার। ৫১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সামি।
এর আগে দিনের শুরুতে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান দুই ওভারনাইট ব্যাটসম্যান মুরলি বিজয় ও অধিনায়ক এমএস ধোনি। শেষ পর্যন্ত ১৪৬ রান করে আউট হন বিজয়। শতরান হাতছাড়া করেন ক্যাপ্টেন ধোনি। ৮২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৫৭ রানে শেষ হয় ভারতের ইনিংস।
First Published: Thursday, July 10, 2014, 22:12