FIFA World Cup 2014: Shakira, Santana all set to perform at closing ceremony

প্রমোদ গুনছে বিশ্ব, তৈরি মারাকানা, মাঠে মেসি-মুলাররা

আঠাশ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মারাদোনার দেশের সামনে। এবছর বিশ্বকাপে টানা ছটা ম্যাচ জিতে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। আমরা এক নজরে দেখে নেব কীভাবে বিশ্বকাপের শেষ চারে পৌছল আর্জেটিনা।

নব্বই সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। আঠাশ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মারাদোনার দেশের সামনে। গত কয়েকটি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর এবার টানা ছটা ম্যাচ জিতে শেষ চারে লিওনেল মেসির আর্জেন্টিনা। আমরা এক নজরে দেখে নেব কিভাবে ফাইনালে জায়গা করে নিল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সাম্বার দেশে এবার বেশ সহজ গ্রুপ লিগে ছিল আর্জেন্টিনা। মেসিদের প্রতিপক্ষ ছিল বসনিয়া, ইরান ও নাইজেরিয়া। প্রথম ম্যাচে বসনিয়াকে দুই-এক গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করে সাবেয়া ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির করা একমাত্র গোলে ইরানকে হারায় আর্জেন্টিনা। গ্রুপ লিগের শেষ ম্যাচে নিল সাদা জার্সিধারীরা নাইজেরিয়াকে হারায় তিন-দুই গোলে। গ্রুপ লিগের তিনটি ম্যাচে চারটে গোল করেন লিওনেল মেসি।

প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। হাড্ডাহাড্ডি ম্যাচে একশো আঠেরো মিনিটে ডি মারিয়ার করা একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা। সুইজারল্যন্ডকে হারাতে রীতিমত কালখাম ছুটে যায় মেসিদের।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারায় সাবেয়া ব্রিগেড। হ্যাজার্ড, কম্পানিদের এক-শূন্য গোলে হারান মেসিরা। একমাত্র গোলটি করে নায়ক হিগুয়াইন। সেমিফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে চার-দুই গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। একশোকুড়ি মিনিটে ম্যাচ গোলশূন্য থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউট পর্যন্ত। টাইব্রেকারে ডাচদের দুটো শট আর্জেন্টিনার জয়ের নায়ক সার্জিও রোমেরো। সুপার সান্ডেতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি।

First Published: Sunday, July 13, 2014, 22:59


comments powered by Disqus