মহাকাশে জার্মানি-ইউএসএ ফুটবল যুদ্ধ

মহাকাশে জার্মানি-ইউএসএ ফুটবল যুদ্ধ

মহাকাশে জার্মানি-ইউএসএ ফুটবল যুদ্ধবিশ্বকাপ জ্বর পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে পৌছে গেল মহাকাশেও। ব্রাজিলের মাটিতে যখন জার্মানি-ইউএসএ যুদ্ধ চলছে, ঠিক সেই সময়েই দুই দেশ মুখোমুখি হয়েছিল আরেক মহাযুদ্ধে। তবে তা ব্রাজিলে নয়। মহাকাশে চলল জার্মানি-ইউএসএ-র মধ্যে লড়াই। লড়লেন দুদেশের মহাকাশচারীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রকাশ করা একটি ভিডিও-তে উঠে এসেছে সেই সমস্ত মুহুর্তের ছবি।

সেখানে বল ভাসছে শূন্যে। মহাকাশচারী, থুড়ি ফুটবলারও শূন্যে ভেসেই গোলপোস্টের সীমানার বাইরে পাঠিয়ে দেন বল। গোল হবে, আর সেলিব্রেশন হবে না তাও কি হয়? ফলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভিতর শূন্যে ভেসেই কখনও ডিগবাজি খেয়ে, কখনও ছুটোছুটি করে ফুটবল নিয়ে মাতলেন মহাকাশচারীরা। এমনকি এসবের মধ্যে এক রোবটকেও দেখা যায় ফুটবলপ্রেমে মজে উঠতে। হাত তুলে, নানা আদব-কায়দায় খেলা জমিয়ে দেয় ইউএস স্পেস রোবট, রোবোনট টু-ও।

First Published: Friday, June 27, 2014, 09:42


comments powered by Disqus