Last Updated: July 14, 2014 05:52

---------------------------------------------------------------------------
ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলারের তকমা পেলেন লিওনেল মেসি। মুলার,রবেনকে পেছনে ফেলে সোনার বল জিতলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। গত বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ম্যাজিক দেখাবার জন্য ব্রাজিল বিশ্বকাপকেই বেছে নিয়েছিলেন আর্জেন্টিনীয়র সুপারস্টার। গ্রুপে লিগে তিনটে ম্যাচেই গোল পান বার্সার এই তারকা স্ট্রাইকার। প্রায় একা হাতে একের পর এক বাধা পেরিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে পৌছে দিয়েছিলেন চারবারের ব্যলন ডি অর জয়ী ফুটবলার। কিন্তু শেষরক্ষা হল না।
সোনার বল জিতলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকাকে। সেরা সেরা ফুটবলারদের হারিয়ে বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। তা সত্বেও ভাঙা মনেই সেরার সেরা ট্রফি নিতে হল মেসিকে। কেননা এত কাছে এসেও স্বপ্নপূরণ হয়নি। মেসির শান্ত মুখটা দেখলেই বোঝা যাচ্ছিল যে কী ঝড় বয়ে যাচ্ছে তাঁর উপর দিয়ে। ফুটবল মাঠে বলকে যেমন তাঁর পায়ের জাদুতে বশ করেছেন। তেমনই বিশ্বকাপ ফাইনালের পর আবেগকেও যেন বশ করেছিলেন মেসি।
গোটা স্টেডিয়ামে আর্জেন্টিনীয় সমর্থকরা যখন হতাশায় ভেঙে পড়েছেন। তখন মেসি যেন অদ্ভুত রকম শান্ত। ফুটবল তাঁকে সব কিছু দিয়েছে। রবিবার রাতের পর তাঁর ট্রফি কেবিনেটে ঢুকে পড়ল বিশ্বকাপের সেরা ফুটবলারের ট্রফিটাও। তবে আঠেরো ক্যারাটের সোনার ট্রফিটা হয়ত অধরাই থেকে গেল ফুটবলের যুবরাজের।
First Published: Monday, July 14, 2014, 08:18