Last Updated: June 16, 2014 15:57

অবশেষে ফরমুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শ্যুমাখার কোমার বাইরে। ফ্রান্সের যে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন সেখান থেকে ছেড়ে দেওয়া হয় শ্যুমাখারকে। শ্যুমাখার ম্যানেজার সাবাইন কেহম জানান, তাঁকে গ্রেনোবেল হাসাপাতল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে শ্যুমাখার অবস্থা এখন কেমন, এ নিয়ে বেশি কিছু মুখ খোলেননি তাঁর পরিবার।
গত ছয় মাস আগে ২৯ ডিসেম্বর, আল্পস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শ্যুমাখার৷ দুর্ঘটনার দশ মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে৷ এক ঘণ্টার মধ্যে প্যারিস থেকে একজন মস্তিষ্কবিষারদ ও শল্যচিকিত্ককে নিয়ে আসা হয়৷ তাতেও লাভ কিছু হয়নি৷ এফ ওয়ান রেসিংয়ে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখার শেষমেশ কোমায় চলে যান৷
First Published: Monday, June 16, 2014, 15:57