Last Updated: July 11, 2014 17:09

উইম্বলডন কোর্ট থেকে ফিরে এবার বিয়ে সেরে ফেললেন নোভাক জোকোভিচ। মন্টেনেগ্রো আইল্যান্ডের ভেটি স্টেফানে জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে প্রেমিকা জেলেনা রিস্টিকের সঙ্গে বাঁধা পড়লেন জোকার।
টেনিস তারকার পারিবারিক সূত্রে খবর, অ্যাড্রিয়াটিক রিসর্টে দুই পরিবারের আত্মীস্বজন ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে হয়েছে বিয়ে। অতিথিদের তালিকায় ছিলেন মারিয়া শারাপোভা, সস্ত্রীক নোভাকের কোচ মারজান ভাজদা, সার্বিয়ান টেনিক তারকা ভিক্টর ট্রইকি, নেনাদ জিমনজিক ও জানকো টিপসারেভিক। সংবাদমাধ্যমের দূরে থাকতে বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা ও মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল।
জেলেনা ও ২৭ বছরের নোভাকের প্রথম সন্তানও পৃথিবীতে আসতে চলেছে। চলতি বছরের শেষেই সন্তানের জন্ম দেবেন জেলেনা।
First Published: Friday, July 11, 2014, 17:09