Last Updated: Thursday, November 21, 2013, 10:17
অ্যামাজনে সবুজায়ন ধ্বংসের হার বৃদ্ধি পেয়েছে আঠাশ শতাংশ। দুহাজার বারোর অগাস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত নির্বিচারে ধ্বংস হয়েছে সবুজায়ন। সর্বনাশা এই তথ্য দিয়েছেন স্বয়ং ব্রাজিলের ইজাবেলা টেক্সেরিয়া। যদিও এর পিছনে ব্রাজিলের বিতর্কিত বনসংরক্ষণ আইনকেই কাঠগড়ায় তুলেছেন পরিবেশবিদরা।