Last Updated: Tuesday, October 15, 2013, 23:50
সঙ্কটমোচনের দোরগোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শাটডাউন যে উঠে যাচ্ছেই এমনটা বলা যাচ্ছে না। ১৪ দিনের অচলাবস্থা কাটাতে সমঝোতার সুর শোনা গিয়েছে ডেমোক্র্যাট, রিপাব্লিকান দুই শিবিরেই । কিন্তু রিপাব্লিকানদের প্রস্তাবে প্রেসিডেন্টের স্বাস্থ্য প্রকল্পে কাটছাঁটের শর্ত রয়েছে। যা এখনও মানতে রাজি নন বারাক ওবামা । এনিয়ে মঙ্গলবার ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।