Last Updated: Friday, November 23, 2012, 16:53
ফের অটোচালকের হাতে প্রহৃত হলেন এক যাত্রী। এবার ঘটনায় গড়িয়ায়। অভিযোগ, স্ট্যান্ডে না নামানোর প্রতিবাদ করায় মারধর করা হয় ওই যাত্রীকে। অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিস। বিষয়টি মিটিয়ে ফেলতে অটো ইউনিয়নের তরফে তাঁর ওপর চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ওই যাত্রী।