Last Updated: Thursday, November 28, 2013, 20:03
দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৪২ রান করেছে অশোক মালহোত্রার দল। বাংলার হয়ে দুরন্ত শতরান করেন অরিন্দম দাস। অপরাজিত ১৩৯ রান করেন তিনি। আগামীকাল আরও বড় রানের লক্ষ্য এগোতে চান অরিন্দম।