অরূপ রায় চৌধুরী - Latest News on অরূপ রায় চৌধুরী| Breaking News in Bengali on 24ghanta.com
কাটোয়া প্রকল্পের জন্য কৃষকদের থেকে জমি কিনছে না এনটিপিসি

কাটোয়া প্রকল্পের জন্য কৃষকদের থেকে জমি কিনছে না এনটিপিসি

Last Updated: Monday, September 9, 2013, 21:33

কাটোয়া প্রকল্পের জন্য কৃষকদের থেকে সরাসরি জমি কিনবে না এনটিপিসি। কলকাতায় সোমবার একথা স্পষ্ট করে দিলেন সংস্থার সিএমডি অরূপ রায় চৌধুরী। প্রস্তাবিত ১৩০০ কুড়ি মেগাওয়াট প্রকল্পের জন্য আরও দেড়শো একর জমি দরকার এনটিপিসি-র। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় নব্বই শতাংশ কৃষক তাদের জমি দিতে রাজি আছেন। কিন্তু, জমি অধিগ্রহণ করতে হবে সরকারকেই।