Last Updated: Monday, August 13, 2012, 12:05
তিনঘণ্টার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল লন্ডন অলিম্পিক ২০১২। রবিবার রাতে অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই সমাপ্তি অনুষ্ঠান। জন লেনন থেকে স্পাইস গার্লস, সকলের সুরে সুর মিলিয়ে নেচে ওঠে গোটা বিশ্ব। ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায় বর্তমান।