Last Updated: Monday, February 18, 2013, 21:36
শিবিরের শেষদিনে নেট সেশনে থাকলেন না মহেন্দ্র সিং ধোনি। আজই ছিল অস্ট্রেলিয়া সিরিজের জন্য তিনদিনের প্রস্তুতি শিবিরের শেষদিন। সাধারণত আবাসিক শিবিরের শেষদিনে নেট সেশনে অনেকক্ষণ সময় কাটান ক্রিকেটাররা। ধোনি কিন্তু ঠিক উল্টো পথেই হাঁটলেন। বেঙ্গালুরুর ন্যাশানাল অ্যাকাডেমিতে হওয়া প্রস্ততি শিবিরে ধোনি উপস্থিত থাকলেন ঠিকই নেট সেশনে ব্যাটই করলেন না অধিনায়ক। আড়াই ঘণ্টা ধরে চলা এই নেট সেশনে ধোনি শুধুই সতীর্থদের ব্যাটিং দেখলেন।